নিজস্ব প্রতিবেদক: [২] ৪১৪ রানের বিশাল টার্গেটে নেমে চট্টগ্রাম ধুঁকছিল। রাজশাহীর জয় ছিল সময়ের ব্যাপার। শেষ দিন ৫ ওভার খেলেই ১৬৬ রানের বিশাল জয় পেল ফরহাদ হোসেনের দল।
[৩] জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে এসে প্রথম জয়ের মুখ দেখল রাজশাহী। প্রীতম কুমার ও ফরহাদ রেজার সেঞ্চুরিতে বড় লক্ষ্য দেয় তারা চট্টগ্রামকে।
[৪] ৭ উইকেটে ২২৬ রানে দিন শুরু করে চট্টগ্রাম। ইরফান শুক্কুর ২৩ ও মেহেদী হাসান রানা ৪ রানে অপরাজিত ছিলেন। শফিকুল ইসলাম প্রতিপক্ষের বাকি ৩ উইকেট নিয়ে নেন। আর ২১ রান করতেই গুটিয়ে যায় চট্টগ্রাম।
[৮] ২৪৭ রানে অলআউট হয় চট্টগ্রাম। সানজামুল ইসলাম সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার। তিনটি করে পান সাকলাইন সজীব ও শফিকুল। সম্পাদনা: রাহুল রাজ।