রাশিদুল ইসলাম : [২] মঙ্গলবার ওই বিষয়ে বিধানসভায় কমপক্ষে দেড় ঘণ্টা ধরে আলোচনার পরে ভোটাভুটির দাবি জানান বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১১২ ও বিরোধী দলের পক্ষে ভোট পড়ে ৬৩। পারসটুডে
[২] বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, প্রয়োজনে এই বিএসএফের এখতিয়ার বৃদ্ধির সীমা ৮০ কিলোমিটার করা হোক।
[৩] বিধানসভায় পরিষদীয় নেতা ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ১৫ কিলোমিটার থেকে সীমান্ত নজরদারির এলাকা বৃদ্ধি করে ৫০ কিমি করার যে চেষ্টা তা বিএসএফ আইনের বিরোধী, তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে।
[৪] পশ্চিমবঙ্গ, অসম এবং পাঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফ গ্রেফতার, তল্লাশি এবং বাজেয়াপ্ত করতে পারবে।