স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপ বাছাইয়ে সামনেই দলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সামান্য ভুলে শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপ স্বপ্ন। বাঁচা-মরার লড়াইয়ের আগে সাইকেল থেকে পড়ে চোট পেয়েছেন নেদারল্যান্ডসের কোচ লুই ফন খাল। ব্যথাটা ভোগালেও দলের প্রস্তুতিতে এর কোনো প্রভাব পড়বে না, বললেন তিনি।
[৩] বাছাইয়ের শেষ রাউন্ডে নরওয়ের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে সোমবার টিম হোটেলের সামনে সাইকেল চালানোর সময় পড়ে গিয়ে নিতম্বে ব্যথা পান ফন খাল। এরপর পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
[৪] লুই ফন খাল বলেন, শারীরিকভাবে আমি ভালো নেই, কিন্তু মাথাটা এখনও কাজ করছে। অনেক ব্যথা সহ্য করছি, তাই অনুশীলনের সময় আমি গলফ কার্টে ছিলাম। আমি এখনও সবকিছু করতে পারছি। - স্কাই স্পোর্টস