শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৫

গোলাম সারোয়ার: [২] আশুগঞ্জ জেলার পৃথক পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৭৫০০/- টাকা, ০১টি প্রাইভেটকার ও ০১টি মোটরসাইকেলসহ ০৫ জন মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-১৪। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] র‌্যাব জানায়, ১৫ নভেম্বর সকালে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সামনে হতে মাদককারবারী মো. সাইফুল ইসলাম রনি (২৫), পিতা- মো. জয়নাল আবেদীন, গ্রাম-সুলতানপুর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, আব্দুল হান্নান ভূইয়া (৩০), পিতা- মো. সৈয়দ ভূইয়া, গ্রাম-ছতুরপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, মো. আলাল উদ্দিন খান (৩২), পিতা- মৃত শওকত আলী খান, গ্রাম-জয়পুর, থানা-ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহদেরকে আটক করেন।

[৪] ধৃত আসামিগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন গাঁজা মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

[৫] উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়