শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানি পেসারদের কাছ থেকে শেখার অপেক্ষায় তাসকিন

স্পোর্টস ডেস্ক: [২] উপমহাদেশের কন্ডিশন হওয়া স্বত্বেও পাকিস্তান যেনো বরাবরই পেসারদের জন্য উর্বর ভূমি। ইমরান খান, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়াব আখতারদের যুগ পেরিয়ে মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ হয়ে চলছে শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি, নাসিম শাহদের যুগ। আসন্ন সিরিজে পাকিস্তানি পেসারদের থেকে টিপস নিতে চান বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।

[৩] স্পিন শক্তির বাংলাদেশ খুব কমই পেয়েছে জাত পেসার। বর্তমানে যে পতাকা বয়ে চলেছেন তাসকিন। ডানহাতি এই পেসার গতি দিয়ে ঝড় তুলেছেন ক্যারিয়ারের শুরু থেকেই। কিন্তু গতির সাথে অন্য বৈচিত্রের মিশ্রণটা ঠিকঠাক করতে পারেননি শুরুতে। সময় গড়িয়েছে, নিজের অনুধাবন বেড়েছে, ভিন্ন এক তাসকিনকে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে।

[৪] বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ। ৩ টি টি-টোয়েন্টির সাথে আছে ২ টি টেস্ট ম্যাচও। ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছে অনুশীলনও শুরু করেছে পাকিস্তান। দিন কয়েক ধরে চলছে বাংলাদেশ দলের অনুশীলনও। আগামী ১৯ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি।

[৫] তার আগে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় কথা বলেন তাসকিন। যেখানে পাকিস্তানি পেসারদের কাছ থেকে সুযোগ পেলে বাড়তি কিছু শিখতে চান বলেও উল্লেখ করেছেন। দলটিতে যে আছে শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলির মতো পেসাররা।

[৬] তাসকিন বলেন, জাতিগতভাবেই পাকিস্তান থেকে অনেক ফাস্ট বোলার উঠে আসে। যেহেতু একসাথে সিরিজ খেলব, সুযোগ হলে ওদের সাথে কথা বলব। ওরা এমন কিছু শেয়ার করতে পারে যেটা আমাদের ফাস্ট বোলারদের কাজে লাগতে পারে। বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়