স্পোর্টস ডেস্ক : [২] শুধু আর্জেন্টিনা নয় ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের তালিকা করলে সেই তালিকার উপরের দিকটিতেই জায়গা করে নিবেন লিওনেল মেসি। এটি নিয়ে কারো কোনো সন্দেহ নেই।
[৩] ক্লাব কিংবা জাতীয় দলের ম্যাচ। উভয় পর্যায়ে দলের জন্য নিজেকে উজাড় করে দেন এই তারকা ফুটবলার। প্রতিটি ম্যাচ খেলতে মুখিয়ে থাকা লিওনেল মেসি খেলতে পারেনি উরুগুয়ের বিপক্ষে। তবে জাতীয় দলের জার্সিতে খেলতে মেসি কতটা মরিয়া হয়ে থাকেন তা স্পষ্ট সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজের কথায়।
[৪] আলবিসেলেস্তে গোলরক্ষক জানালেন, অনুশীলনে কতটা পরিশ্রম করেন মেসি। তিনি সবসময় খেলতে চায়। অনুশীলনে সে একটা পশুর মতো। সে তার সেরা পর্যায়ে থাকতে চায় সবসময়, কিন্তু এখন শতভাগ ফিট ছিল না। মেসি নিজেও জোর করতে চায়নি, আমার কাছেও এটি ভালো লেগেছে। - মার্কা