শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৯:০৭ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গর্জনিয়া বাজারে ফ্লীম স্টাইলে ডাকাতি!

হাবিবুর রহমান: [২] রামুর গর্জনিয়া বাজারের সরকারী মহিলা মার্কেটের দুটি দোকানে দিন দুপুরে ফ্লীম স্টাইলে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহলাম বাদী হয়ে, গর্জনিয়া পুলিশ ফাড়িঁতে অভিযোগ দায়ের করেন।

[৩] অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪ টার দিকে, কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রির কাটা, বড় জামছড়ি এলাকার মৃত, মো. হাসেম খলিফার ছেলে, (১) বহু মামলার দাগী আসামি মো. আবছার কামাল বাবু (৩৬) এর নেতৃত্বে, দিদারুল আলম (৩৯), মুহাম্মদ আক্তার (২৮), মো. রুবল (২৫) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী, পূর্ব পরিকল্পিতভাবে, দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে দিন দুপুরে বিকাল ৪ টার দিকে, রামুর গর্জনিয়া বাজারের, নতুন সরকারী মহিলা মার্কেটস্থ, মেসার্স ফাতেমা স্টোর ও মেসার্স রহিমা স্টোরের ১ নং বিবাদীর নেতৃত্বে, ২ নং থেকে ৪ নং বিবাদী এক সাথে দুটি দোকানের তালা হাতুড়ি দিয়ে ভেংঙ্গে, অজ্ঞাতনামা সকল বিবাদীরা, মেসার্স রহিমা স্টোরে থাকা ১ টি কম্পউটার, ১টি ল্যাপটপ, একটি ডিএসএলআর (ডিজিটাল) ক্যামেরা, একটি স্যামসাং মোবাইল ফোন (যার অনুমানিক মুল্য ২ লাখ ২০ হাজার টাকা) লুটপাট করে নিয়ে যায়।

[৪] একইভাবে সকল বিবাদীরা, মেসার্স ফাতেমা স্টোরে থাকা, গার্মেস্ সামগ্রী ২ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় স্বাক্ষীরা স্থানীয় পুলিশকে অবহিত করলে, আসামিরা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিলম্বে, ওইসব ডাকাতদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্থি দাবী করেন।

[৫] গর্জনিয়া পুলিশ ফাড়িঁর আইসি মুহাম্মদ ফরহাদ আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

[৬] রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, অপরাধী যেই হোক না কেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়