শিরোনাম
◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও)

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ১২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক কালো পোপা মাছের দাম ১৪ লাখ টাকা

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কালো পোপা মাছ। মাছটি বিক্রি জন্য দাম হাঁকাচ্ছেন ১৪ লাখ টাকা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত।

[৩] শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার কায়ুকখালী ঘাটে সৈয়দ আলমের ফিশারীতে মাছ ধরা ট্রলারটি ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের কালো পোয়া একটি, ৪০টি রাঙা চৈ ও ৪টি সামুদ্রিক কোরালসহ ভেড়ে।

[৪] জানা যায়, বুধবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার সালেহ আহমেদের মালিকানাধীন ট্রলারে করে ৯জন মাঝিমাল্লা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। শনিবার ভোরে কালা পোপা মাছটি জালে আটকা পড়লে জেলেরা ট্রলারের মালিক সালেহ আহমদকে বিষয়টি জানান।তিনি তাঁদের টেকনাফে চলে আসার জন্য বলেন।

[৫] ট্রলার মালিক সালেহ আহমদ বলেন, ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের কালো পোয়া মাছটি বিক্রির জন্য দাম হাঁকায় ১৪ লাখ টাকা। এখানে মাছটি কেজি প্রতি ২৫ হাজার টাকা মূল্য ধরে মোট সাড়ে ৭ লাখ টাকায় কিনতে আগ্রহ দেখান স্থানীয় মাছ ব্যবসায়ী জামাল হোসেন। দরদাম মনপুত না হওয়ায় অন্যান্য মাছগুলো ৭০ হাজার টাকায় বিক্রি করি। কালো পোয়া মাছটি আরো বেশি দামে বিক্রি করার আশায় কক্সবাজার ফিশারী ঘাটে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

[৬] টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে ৩২ কেজি ওজনের বড় পোপা মাছটি ধরা পড়ার খবর তিনি শুনেছেন। সাধারণত এতো বড় পোপা মাছ ধরা পড়ে না। এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। পোপা মাছের বায়ুথলি বা এয়ার ব্লাডারের কারণে মাছটির মূল্য বেশি।এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয়, এ জন্য মাছটির এতো দাম বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়