শিরোনাম
◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল ◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গর্ভপাতের তারিখে ভুলে কুর্দি রাজনীতিবিদের স্ত্রীকে আড়াই বছরের কারাদণ্ড দিলো তুরস্ক

লিহান লিমা: [২]গর্ভপাতের মেডিক্যাল রিপোর্টে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে কুর্দি রাজনীতিকের স্ত্রীকে আড়াই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এটিকে ভয়াবহ রাজনৈতিক নিপীড়ন বলে নিন্দা করা হচ্ছে। দ্য গার্ডিয়ান
[৩]তুরস্কের দিয়ারবাকিরের একটি আদালত মিথ্যা মেডিক্যাল রিপোর্ট জমা দেয়ার জন্য বাসাক ডেমিরতাস ও তার ডাক্তারকে ৩০ মাস করে কারাদণ্ড দেয়।

[৪]২০১৮ সালের মার্চে এই মামলা দায়ের করা হয়। অভিযোগ পত্রে বলা হয়, ২০১৫ সালে গর্ভপাতের জন্য হাসপাতালে ভর্তি এবং দুটি অস্ত্রোপচারের জন্য ৫ দিনের চিকিৎসা ছুটি নিয়েছিলেন তিনি। এটি করা হয় ১১ ডিসেম্বর, ২০১৫ সালে। কিন্তু ডাক্তারি নোটে সময় উল্লেখ করা হয় চারদিন পর ১৪ ডিসেম্বর তারিখে। এরপর ডেমিরতাস ২০১৫-১৬ স্কুল বছরের দ্বিতীয়ার্ধে অসুস্থতা থেকে সেরে ওঠার জন্য অবৈতনিক ছুটি নেন।

[৫]তুরস্কে ইউরোপিয় পার্লামেন্টের র‌্যাপোর্টার নাচো সানচেজ আমোর টুইটারে বলেন, ‘চিকিৎসা সংক্রান্ত রেকর্ড নিছকই এটি করণীয় ত্রুটি। এর জন্য দেমিরতাসেরন ২.৫ বছরের কারদণ্ডের শাস্তি ভয়ঙ্কর এবং এটি কাণ্ডজ্ঞানহীন। বিষয়টি রাজনৈতিক হিসেবেই পরিগণিত হচ্ছে, এটি তুরস্কের বিচার বিভাগের উদ্বেগজনক পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে।

[৬] দেমিতাসের স্বামী সেলাহাতিন দেমিরতাস কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিটিপ) এর সাবেক নেতা। সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানের বিরোধীদের ওপর দমন অভিযানের অংশ হিসেবে তুরস্কের কারাগারে বন্দি হাজার হাজার রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিচারক এবং বেসামিরক কর্মচারীদের মধ্যে হাই- প্রোফাইল একজন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়