রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম বন্দর) বিভাগের অভিযানে ০৪ (চার) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
[৩] শুক্রবার (১২ নভেম্বর) চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক উল হক এর সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমার তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ৫১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরের আকবরশাহ থানাধীন সিডিএ সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ (চার) কেজি গাঁজাসহ মো. নজরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে। তার পিতার নাম মো. আব্দুল মজিদ, তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পূর্ব পাড়া(কাজী বাড়ি) এলাকার বাসিন্দা।
[৪] গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।