শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমা হলে দর্শক উপস্থিতির নেই কোনো ব্যারোমিটার

ইমরুল শাহেদ: গেল সপ্তাহে এফআই মানিক পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ মুক্তি পেয়েছে। প্রযোজনা সূত্রে জানানো হয়েছে, দু’একটি শো হাউজফুলও হয়েছে। এ ছবিটি এক দশক আগে নির্মিত হওয়া এ ছবিটির একাধিক শিল্পী ইতোমধ্যে মারাও গেছেন। এছাড়া করোনা মহামারির কারণে দীর্ঘদিন দর্শক সিনেমা হলে আসতে পারেননি। এখনো সিনেমা হলে আসার মতো পরিবেশ তৈরি হয়নি। মহামারির কারণে সরকারও সিনেমা হলে দর্শক আসা নিয়ে কিছু নিয়ম বেঁধে দিয়েছে। সরকার সিনেমা হল খোলার অনুমতি দেওয়ার পর থেকে দু’একটি করে ছবি মুক্তি পেতে শুরু করেছে। ‘এ দেশ তোমার আমার’ ছবিটি মুক্তি পাওয়ার আগে বড় বাজেটের ছবি ‘চোখ’ মুক্তি পায়। কিন্তু ফলাফল ভালো হয়নি। তারপরও সিনেমা হলে দর্শক সমাগম নিয়ে জানতে চাওয়া হয়েছিল প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাসের কাছে।

তিনি বলেন, ‘এই নিয়ে খবর রাখতে এখন আর মন চায় না। কারণ সঠিক তথ্য পাওয়া যায়না। এখন প্রদর্শকরা সিনেমা হল চালান খুব কমই। মালিকরা বুকিং এজেন্টের মাধ্যমে হল স্টাফদের কাছে হল ভাড়া দিয়ে দিয়েছেন। এখন বুকিং এজেন্টকে কোথায় খুঁজে পাব। কোন স্টাফের সঙ্গে কথা বলে জানব দর্শক উপস্থিতি নিয়ে। আসলে দর্শক উপস্থিতির কোনো ব্যারোমিটার নেই।’ তিনি বলেন, ‘সিনেমা হলে দর্শক ফিরিয়ে আনার জন্য জনপ্রিয় ছবি প্রয়োজন। সে ছবি এখনো মুক্তি পেয়েছে বলে আমার ধারণা নেই। তবে হতাশ হওয়ারও কিছু নেই। পরবর্তী দু’মাসের মধ্যে অনেক বড় বাজেটের ছবি আসছে। আশা করছি তার কোনোটা না কোনোটা দিয়ে দর্শক সিনেমা হলে ফিরে আসবে। গড়পড়তা ছবি দেখিয়ে দর্শককে বোকা বানানো যাবে না।’ তিনি বলেন, ‘দর্শককে ব্যাপকভাবে সিনেমা হলে ফিরিয়ে আনতে হলে জনপ্রিয় তারকাদের ছবি মুক্তি পেতে হবে। যাদুঘরে রাখার মতো শিল্পীদের দিয়ে ছবি চলবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়