শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ২৮ বছর ইউপি চেয়ারম্যান, এবারও নির্বাচিত সুরুজ আলী

নিউজ ডেস্ক : ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এম সুরুজ মিয়া। এ নিয়ে তিনি একটানা ষষ্ঠবারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে হয়ে চমক দেখিয়েছেন। এম সুরুজ মিয়া ১৯৯২ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফা নির্বাচনে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী রমজান আলী জহির পেয়েছেন ৬১৪৪ ভোট। এবারের নির্বাচনে পাশের মধ্য দিয়ে তিনি ৩০ বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নির্বাচিত চেয়ারম্যান এম সুরুজ আলী বলেন, প্রায় ৩০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে আসছি। এবারও ইউনিয়নবাসী ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এলাকার জনগণ আমাকে অনেক সম্মান এবং মর্যাদা দিয়েছেন। ভোটারদের এই সম্মান ও মর্যাদাকে কাজে লাগিয়ে তাদের সেবায় মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত নিজেকে নিয়োজিত রাখতে চাই।

এম সুরুজ আলী হালুয়াঘাটের কড়ইতলী স্থলবন্দরের আমদানিকারক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ ছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কড়ইতলী স্থলবন্দরে সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন।

নির্বাচনে বিজয়ী হয়ে সুরুজ মিয়া বলেন, এ জয় সততার জয়। টানা ছয় বার চেয়ারম্যান পদে নির্বাচিত করায় তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়