মাজহারুল ইসলাম: [২] গাজীপুরের কোনাবাড়ী বিসিক এলাকায় বৃহস্পতিবার দুপুরে ডাইসিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গোডাউনে প্রথমে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কারখানায়।
[৩] কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, কেমিক্যাল কারখানার গোডাউনে ১০ জন শ্রমিক কাজ করছিলেন। পাশের লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কারখানায় প্রায় ১ হাজার শ্রমিক কাজ করছিলেন।
[৪] কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তাশারুফ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ডিবিএল, জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
[৫] কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।