শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৩:১৮ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমতিয়াজ মাহমুদ: এ বছর আপনার গড় আয় কতো হয়েছে জানেন? চলুন হিসাব করি!

ইমতিয়াজ মাহমুদ
সারাবছর ঠিকমতো দুইবেলা ভাত খেতে পাননি? মুরগির মাংসের পরিবর্তে মুরগির পা কিনে রান্না করে খেয়েছেন? বাস ভাড়ার অভাবে পায়ে হেঁটে ফ্যাক্টরিতে গিয়েছেন? পয়সার অভাবে ওষুধ কিনতে পারেননি? ডাক্তার দেখাতে পারেননি? দুই ঈদে দুইটা কাপড় দিতে পারেননি বাচ্চাকে? এসব ফালতু আলাপ করবেন না! এ বছর আপনার গড় আয় কতো হয়েছে জানেন? চলেন হিসাব করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করেন একজন লোক গত এক বছরে ১৭০০ কোটি টাকা নেট নগদ আয় করেছে। সেটাকে সতেরো কোটি দিয়ে ভাগ দিলে কতো হয়? একশো টাকা। গ্রামীণফোন ২০২০ সালে নেট মুনাফা করেছে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। এটাকে সতেরো কোটি দিয়ে ভাগ দেন, আপনার ভাগে গড়ে কতো পড়লো? এরকম হাজার কোটি টাকা আয় করেছে এমন কোম্পানি ও ব্যক্তি আছে দেশে ধরেন এক হাজার। কয়েক হাজার আছে যারা শতকোটি টাকা আয় করেছে। আর লাখ খানেক ধরেন আছে যারা দশ-বিশ কোটি টাকা করে আয় করেছে। বছরে দশ লাখ থেকে এক কোটি টাকা আয় করেছে এরকম আছে কতো? অনুমান করেন?

তাদের সবার আয় যোগ করে সতেরো কোটি দিয়ে ভাগ দেন। ওইটাই আপনার গড় নগদ আয়। ঠিকঠাকমতো হিসাব করতে পারলে দেখেন গিয়ে আপনার গত বছরের আয় হয়েছে দুই হাজার দুইশো সাতাশ ডলার। ডলারের দাম এখন বাড়তি, এই ডলারটা টাকায় হিসাব করলে হয় ১,৯০,৭০০ টাকা (কমবেশি)। মাসে তাহলে কতো হয়? কমবেশি ষোলো হাজার টাকার মতো। এটা কিন্তু শুধু আপনার একার আয়। আপনার যদি দুইটা বাচ্চা থাকে, তারাও এ টাকা আয় করেছে, আর আপনার স্ত্রী তিনিও গড়ে এ টাকা আয় করেছেন। তাহলে চারজনে মিলে আপনারা গড়ে প্রতি মাসে আয় করেছেন চার ষোলো চৌষট্টি হাজার টাকা।

আপনার পরিবার গড়ে প্রতিমাসে চৌষট্টি হাজার টাকা আয় করেছে, আর আপনি যদি বলেন যে আপনি দুইবেলা খেতে পান না, কড়াইল বস্তিতে মুরগির ঠ্যাং কিনে রান্না করয়ে খেতে হয়, তাহলে তো ভাই আপনি ঠিক কথা বলছেন না। আপনার সমান গড় আয় নিয়ে ঢাকা শহরে মানুষ মার্সিডিজ চালাচ্ছে আর আপনি বাসে ওঠতে পারেন না এটা তো ঠিক কথা হতে পারে না। দেশের সব মানুষের গড় আয় তো সমান, যে ব্যাটা লো মেরিডিয়ান হোটেলে ত্রিশ মিলিলিটার হুইস্কি হাজার টাকায় খায়, আর যে ব্যাটা কেরুর কোয়ার্টার পাঁচশো টাকায় কিনে খায়, আর যে ব্যাটা আরও কম দামে বাংলা খায়- সবার গড় আয় সমান। তাহলে একজন কেন বাংলা খায় আরেকজন কেন আঠারো বছরের পুরনো সিঙ্গল মল্ট খায়? বুঝতে পারেননি? সবই আল্লাহর ইচ্ছা, মালিক যার কপালে যা রেখেছেন। হিসাব কিন্তু ভুল নেই। হিসাব কিন্তু তিনি ঠিকই দিয়েছেন, আপনি ঘুমাতে থাকেন, ঘুমের মধ্যে গড় বিত্তবান হয়ে যাবেন। তবে কিনা ঘুমে প্রাপ্ত গড় বিত্ত দিয়ে সিঙ্গল মল্টতো দূরের কথা, কেরুও কিনতে পারবেন না। বাংলাই খেতে থাকবেন। সবই আল্লাহর ইচ্ছা। আপনি আমিতো উছিলা মাত্র। তাদের লজ্জাও করে না! নাকি? মানুষকে গড় দেখায়। ওসঃরধু গধযসড়ড়ফ-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়–ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়