খালিদ আহমেদ: [২] সম্প্রতি টুইটারে এক জরিপ চালিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। ওই টুইটার পোস্টে এলনের প্রশ্ন ছিলো, কর প্রদানের জন্য তিনি তার টেসলার ১০ শতাংশ শেয়ার বিক্রি করবেন কি না। রয়টার্স
[৩] এলনের বেশির ভাগ অনুসারীই শেয়ার বিক্রির পক্ষে মত দিয়েছেন। এরপর পুঁজিবাজারে টেসলার শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে, কমেছে ৪ দশমিক ৯ শতাংশ।
[৪] এলনের ওই জরিপে ভোট দেন ৩৫ লাখ মানুষ। এর ৫৮ শতাংশ মনে করেন, শেয়ার বিক্রি করে এলনের কর দেওয়া উচিত।
[৫] মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের প্রস্তাবিত ‘বিলিয়নিয়ার ট্যাক্সের’ প্রতিক্রিয়ায় গত সপ্তাহে এ জরিপ করেন এলন। সম্পাদনা : মোহাম্মদ রকিব