আখিরুজ্জামান সোহান: [২] ভবিষ্যতে চাঁদে যাওয়া অভিযাত্রীদের জন্য শিঘ্রই সুখবর আসতে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে। এক বিশেষ প্রযুক্তির স্পেস স্যুট আনতে যাচ্ছে সংস্থাটি। স্পেস ডট কম
[৩] স্পেস স্যুটটি আর্টেমিস প্রোগ্রামের আওতায় চন্দ্রাভিযানে অংশগ্রহনকারীকে শরীরে প্রথমবার দেখা যাবে বলে জানিয়েছে নাসা। সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর স্পেস স্যুটটি শরীরের আকার অনুসারে স্বয়ংক্রীয়ভাবে ফিট হবে ।
[৪] নাসা দাবি করছে, স্যুটটি দ্রুত পরিবর্তনশীল এবং সহজেই পরিবহন যোগ্য এবং ১৯৬০-এর দশকে অ্যাপোলো সারফেস স্পেসস্যুটের তুলনায় এটি সহজেই পরিবহনযোগ্য এবং আরও আধুনিক উপকরণ দিয়ে তৈরি হবে।
[৫] এক ভিডিও বার্তায় স্যুটটি সম্পর্কে বলা হয়েছে, এই স্যুটটি পরিধান করে অ্যাস্ট্রোনটরা আরো দ্রুততার সঙ্গে তাদের কাজ করতে পারবে। এই দশকে সফলভাবে আর্টেমিস প্রোগ্রামে স্যুটটি ব্যবহারের পর পরবর্তীতে মঙ্গল অভিযানেও এটি ব্যবহার করা হবে।