রাশিদুল ইসলাম : [২] লন্ডনের বাইরে স্টোক পার্ক নামে পরিচিত এ বাড়িটি পার্কল্যান্ড বা বাগান বাড়ি ধরনের। ইন্ডিয়া টাইমস
[৩] ৭৯ মিলিয়ন ডলার দিয়ে বাড়িটি কেনেন আম্বানি।
[৪] চিকিৎসা পর্যটনের এক আধুনিক পরিকল্পনায় বাড়িটিকে রুপান্তর করা হবে বিলাসী রিসোর্টে।
[৫] বাড়িটিতে বর্তমানে যে পাঁচ তারকা হোটেল, তিনটি রেঁস্তোরা, লাউঞ্জ, স্পা, জিম, ১৩টি টেনিস কোর্ট, ২৭টি হোল চ্যাম্পিয়নশিপের একটি গল্ফ কোর্স রয়েছে তা চিকিৎসা কেন্দ্রকে আরো অনন্য করে তুলবে।
[৬] দীর্ঘদিন ধরে বাড়িটি চলচ্চিত্রের স্যুটিং স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
[৭] জন পেন নামে এক ইংরেজ সৈনিক এ বাড়িটি তৈরি করেন এবং এর ইতিহাস রয়েছে ৯শ বছরের।