শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইলের আলোচিত কলেজ ছাত্রী শিরিন আক্তার হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি সেনগুপ্ত ঘোষ (৩৪) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।

[৩] গত ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির ডালম্বা গ্রামের নিকট এ দুর্ঘটনা ঘটে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে নেয়ার পথে রাতে তিনি মারা যায়।

[৪] নিহত সেনগুপ্ত আদমদীঘি উপজেলা কুসুম্বী গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। নিহত সেনগুপ্ত ওই হত্যা মামলায় উচ্চ আদালত কর্তৃক জামিনে মুক্ত ছিলেন। এ মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল ইবনে করিম এখনও পলাতক রয়েছে।

[৫] জানাযায়, আদমদীঘির মুরইল ডুমুরী গ্রামের আজিজার রহমানের মেয়ে কলেজ ছাত্রী শিরিন আক্তারকে ২০১২ সালের ১৩ ডিসেম্বর পায়ের রগ কেটে হত্যা মামলার ২নং আসামি ছিল সেনগুপ্ত ঘোষ। ওই মামলায় ২০১৬ সালে রাজশাহি বিশেষ দ্রুত বিচার ট্র্যাইব্যুনাল প্রধান আসামি সোহেল ইবনে করিমকে ফাঁসি ও সেনগুপ্তকে যাবতজীবন কারাদন্ডের আদেশ দেন। এরপর সেনগুপ্ত ঘোষ উচ্চ আদালত কর্তৃক জামিনে মুক্ত ছিলেন।

[৬] গত ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সেনগুপ্ত সান্তাহার থেকে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ি ফেরার পথে বগুড়া-সান্তাহার সড়কের আদমদীঘির ডালম্বা নামক স্থানে তার মোটরসাইকেলের একটি চাকা বাস্ট (ফেটে) নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন সেনগুপ্ত ঘোষ। ন্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে ঢাকা হাসপাতালে নেয়ার পথে রাতে সে মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়