জাহিদুল কবীর: [২] বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১৪৩ পিচ ফেনসিডিলসহ দুইজন মাদককারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৬টার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের তালতলা মোড় থেকে ফেনসিডিলের এ চালানসহ তাদের আটক করে।
[৩] আটককৃতরা হলো- পুটখালী গ্রামের হাফিজুর রহমান (৪০) ও একই গ্রামের তামিম হোসেন (১৪)।
[৪] ২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের তালতলা মোড় থেকে ১৪৩ পিচ ফেনসিডিলসহ ওই দুইজন মাদককারবারীকে আটক করা হয়। আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।