শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাঁসের ডিম ও সবজির বাজারে আগুন: দাম কমেছে চিনি আর মুরগীর

শাহীন খন্দকার: [২] শুক্রবার সকালে রাজধানীর মোহম্মদপুর কৃষিবাজার, টাউনহলসহ মোহম্মদপুর পুরানথানা রোডে বাজার ও শেখেরটেক এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

[৩] বাজারে বেশীরভাগ সবজির কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। প্রতিকেজি ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১২০টাকা আর দেশি টমেটো ১৫০টাকায়। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১৪০-১৬০ গফরগাঁওয়ের গোল বেগুন ১০০,আর লম্বা বেগুন বিক্রি ৮০টাকা,ফুলকপি প্রতিটি বড় সাইজের ৭০-৫০ টাকা, বাধাকপি ৫০-৬০, গাঁজর প্রতিকেজি ১২০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা, মুলা ৬০ টাকা, পেঁপের কেজি ৩০ টাকা আর পাকা পেপেঁ ৬০-৮০টাকা কেজি।

[৪] শেখের টেক এলাকার ক্রেতা ফরিদা ইয়াসমিন জানালেন, নিত্য প্রয়োজনীয় খাদ্যে পণ্যের দাম এভাবে বাড়তে থাকে জীবন-জীবিকা স্থবির হয়ে যাবে। এতে দেশে অস্থিরতা ও নৈরাজ্য বেড়ে যাবে। সরকার মুনাফাখোরদের প্রতিহতো না করলে মানুষ রাস্তায় নেমে আসবে।

[৫] সবজি বিক্রেতা সোহেল শেখ বলেন,শীতের সময়ে যে পরিমান সবজি আমদানি হয়, সে অনুযায়ী অনেক কম থাকায় দাম বেড়েছে।

[৬] বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। দেশি পেঁয়াজ প্রতিকেজি ৫৫-৬০ টাকা। ইন্ডিয়ান ও মায়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায় আর দেদি পাতা পেয়াঁজের কেজি ১০০ টাকায়। গতসপ্তাহে কাঁচামরিচ প্রতিকেজি ১০০ টাকায় বিক্রি হলেও শুক্রবার বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়।

[৭]এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ১৫০-২৫০ টাকা, রসুনের কেজি ৮০-১১০ টাকা,দেশি আদা ১১০,ভারতীয় আদা ৮০ টাকা কেজি। হলুদের কেজি ১৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে, আর কাচাঁ হলুদ ৬০-৮০ টাকা। ইন্ডিয়ান ডালে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি ডাল কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। ভোজ্যতেলের প্রতি লিটার খুচরা বিক্রি হচ্ছে ১৬০ টাকা। এছাড়াও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তেলের লিটার বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়।

[৮] কমেছে চিনির দাম, প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। আটার কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সোনালী (কক) মুরগির ডিমের ডজন ১৮০,হাসের ডিম ১৮০ টাকায় আর দেশী মুরগীর ডিম রাজধানীতে উধাও।

[৬] বাজারে কমেছে ব্রয়লারসহ সব মুরগীর দাম। মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। গত সপ্তাহের থেকে ১০ টাকা দাম কমে বিক্রি হচ্ছে সোনালি মুরগি। কেজি ২৯০ থেকে ৩০০ টাকা। লেয়ার মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। কেজি ২২০ থেকে ২৩০ টাকা। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়