শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাঁসের ডিম ও সবজির বাজারে আগুন: দাম কমেছে চিনি আর মুরগীর

শাহীন খন্দকার: [২] শুক্রবার সকালে রাজধানীর মোহম্মদপুর কৃষিবাজার, টাউনহলসহ মোহম্মদপুর পুরানথানা রোডে বাজার ও শেখেরটেক এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

[৩] বাজারে বেশীরভাগ সবজির কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। প্রতিকেজি ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১২০টাকা আর দেশি টমেটো ১৫০টাকায়। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১৪০-১৬০ গফরগাঁওয়ের গোল বেগুন ১০০,আর লম্বা বেগুন বিক্রি ৮০টাকা,ফুলকপি প্রতিটি বড় সাইজের ৭০-৫০ টাকা, বাধাকপি ৫০-৬০, গাঁজর প্রতিকেজি ১২০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা, মুলা ৬০ টাকা, পেঁপের কেজি ৩০ টাকা আর পাকা পেপেঁ ৬০-৮০টাকা কেজি।

[৪] শেখের টেক এলাকার ক্রেতা ফরিদা ইয়াসমিন জানালেন, নিত্য প্রয়োজনীয় খাদ্যে পণ্যের দাম এভাবে বাড়তে থাকে জীবন-জীবিকা স্থবির হয়ে যাবে। এতে দেশে অস্থিরতা ও নৈরাজ্য বেড়ে যাবে। সরকার মুনাফাখোরদের প্রতিহতো না করলে মানুষ রাস্তায় নেমে আসবে।

[৫] সবজি বিক্রেতা সোহেল শেখ বলেন,শীতের সময়ে যে পরিমান সবজি আমদানি হয়, সে অনুযায়ী অনেক কম থাকায় দাম বেড়েছে।

[৬] বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। দেশি পেঁয়াজ প্রতিকেজি ৫৫-৬০ টাকা। ইন্ডিয়ান ও মায়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায় আর দেদি পাতা পেয়াঁজের কেজি ১০০ টাকায়। গতসপ্তাহে কাঁচামরিচ প্রতিকেজি ১০০ টাকায় বিক্রি হলেও শুক্রবার বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়।

[৭]এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ১৫০-২৫০ টাকা, রসুনের কেজি ৮০-১১০ টাকা,দেশি আদা ১১০,ভারতীয় আদা ৮০ টাকা কেজি। হলুদের কেজি ১৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে, আর কাচাঁ হলুদ ৬০-৮০ টাকা। ইন্ডিয়ান ডালে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি ডাল কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। ভোজ্যতেলের প্রতি লিটার খুচরা বিক্রি হচ্ছে ১৬০ টাকা। এছাড়াও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তেলের লিটার বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়।

[৮] কমেছে চিনির দাম, প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। আটার কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সোনালী (কক) মুরগির ডিমের ডজন ১৮০,হাসের ডিম ১৮০ টাকায় আর দেশী মুরগীর ডিম রাজধানীতে উধাও।

[৬] বাজারে কমেছে ব্রয়লারসহ সব মুরগীর দাম। মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। গত সপ্তাহের থেকে ১০ টাকা দাম কমে বিক্রি হচ্ছে সোনালি মুরগি। কেজি ২৯০ থেকে ৩০০ টাকা। লেয়ার মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। কেজি ২২০ থেকে ২৩০ টাকা। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়