শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে চালু হচ্ছে ডিনস অ্যাওয়ার্ড

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য অনুষদভিত্তিক সেরা ফলাফলের সর্বোচ্চ পুরস্কার ডিনস অ্যাওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের নিয়ে একটি ডিনস ফোরাম গঠন করা হয়েছে।

[৩] ডিনস অ্যাওর্য়াড হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের ডিন র্কতৃক প্রদত্ত সর্বোচ্চ মেধাভিত্তিক পুরস্কার। সাধারণত নিজ নিজ বিভাগে যারা খুব ভালো ফল করেন তারাই পুরস্কারটি পান।

[৪] বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি শিক্ষার্থীদের প্রতিভা ও মেধাকে ফুটিয়ে তোলার পাশাপাশি সবার মধ্যেই আগ্রহ তৈরী করার লক্ষ্যেই ডিনস অ্যাওয়ার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও প্রতিযোগিতা সৃষ্টি হবে।

[৫] জানা যায়, ডিনস ফোরামের প্রথম বৈঠকে অ্যাওয়ার্ডটির নিয়মকানুন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড প্রচলিত না থাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এর নিয়মকানুন ও সংশ্লিষ্ট বিষয় সংগ্রহ করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা।

[৬] নিয়মকানুন, গঠনতন্ত্র ও ক্যাটাগরি প্রণয়ন শেষে অ্যাওয়ার্ডটি চালু সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

[৭] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে. এম মনিরুজ্জামান বলেন, ডিনস অ্যাওয়ার্ড চালুর জন্য ইতিমধ্যেই একটি ডিনস ফোরাম গঠন করা হয়েছে। কিভাবে এটি চালু করা যায় সেই নীতিমালাগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহের চেষ্টা চলছে। ডিনস অ্যাওয়ার্ড চালু হলে শিক্ষার্থীদের মধ্যে ভালো করার আগ্রহ ও পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।

[৮] বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.অরুণ কুমার গোস্বামী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড চালু করার কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একটি ডিনস ফোরামও গঠন করা হয়েছে। এটি খুব দরকার। এতে করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরী হয়। অন্যান্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতেও ডিনস অ্যাওয়ার্ড চালু রয়েছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্যও এটি চালু করা উচিত।

[৯] তিনি বলেন, প্রতি বছর জানুয়ারী মাসে যদি ডিনস অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় তাহলে প্রতিটি অনুষদের সেরা রেজাল্টধারী শিক্ষার্থীর জন্য এটি একটি বিরাট ব্যাপার হবে। আশা করা যায় অতি দ্রুতই ডিনস অ্যাওয়ার্ডটি চালু হবে।

[১০] এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য ডিনস অ্যাওয়ার্ড চালু করার পরিকল্পনা করেছি। ডিনস ফোরাম গঠন করেছি। চলমান সেমিস্টার পরীক্ষা শেষে বিষয়টির পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়