শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘দ্য প্রমিজ’ উপন্যাসের জন্য বুকার পুরষ্কার জিতলেন ডেমন গ্যালগাট

লিহান লিমা: [২]মাত্র ১৭ বছর বয়স থেকে লেখালেখি শুরু করা ডেমন গ্যালগেটের নবম উপন্যাস ‘দ্য প্রমিজ’। উপন্যাসে বর্ণবিদ্বেষ এবং ৮০’র দশক থেকে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পট পরিবর্তনের গল্প বলা হয়েছে। বিবিসি, ডয়েচে ভেলে

[৩]পুরষ্কার পেয়ে ডেমন বলেনছেন, ‘আমি বাকরুদ্ধ। এ পর্যন্ত আসতে আমার অনেক সময় লেখেছে কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি এর যোগ্য নই। আমি এই পুরষ্কার আফ্রিকার সব লেখককে উৎসর্গ করছি। এই সুন্দর মহাদেশ থেকে যে সব গল্প লেখা হয়েছে তাদের পক্ষ থেকে আমি এই পুরষ্কার গ্রহণ করছি।’

[৪] ১৯৬৯ সাল দেয়া হচ্ছে বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার। এর অর্থমূল্য ৬৮ হাজার ১৭৫ ডলার।

[৫]‘দ্য প্রমিজ’ উপন্যাসের মূল গল্প এগিয়েছে চার দশক ধরে দক্ষিণ আফ্রিকায় বাস করা এক শ্বেতাঙ্গ কৃষক পরিবার ও তাদের কৃষ্ণাঙ্গ ক্রীতদাসকে ঘিরে। পরিবারের নারী শেষ ইচ্ছে ছিলো তাদের সম্পত্তি থেকে একটি বাড়ি কৃষ্ণাঙ্গ গৃহকর্মীকে উপহার দেয়া। যিনি কি না সারাজীবন তাদের পরিবারে কাজ করেছেন। কিন্তু মায়ের শেষ ইচ্ছে পূরণ করা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে সন্তানরা।’

[৬]ড্যামন বলেছেন, বর্ণবিদ্বেষী রাষ্ট্রের পতন হলেও আমাদের মানসিকতায় এখনো বর্ণবিদ্বেষ গেঁথে আছে। বর্ণবাদ আইনত নিষিদ্ধ হলেও অর্থনীতি এখনো কৃষ্ণাঙ্গদের সেই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে যেখানে তারা আগে ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়