সালেহ্ বিপ্লব: [২] স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ জেলাগুলোতে বেশ কিছু মাটির কিল্লা নির্মাণ করেন। আশ্রয় কেন্দ্রগুলো ধীরে ধীরে জাতির জনকের নামেই পরিচিতি পায়। এখনো টিকে আছে ১৭২টি কিল্লা।
[৩] ২০১৮ সালে সরকার বিদ্যমান কিল্লাগুলো সংস্কার ও উন্নয়ন এবং নতুন ৩৭৮টি মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নেয়। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ১ হাজার ৯৫৭ কোটি ৪৯ লাখ টাকার এই মেগাপ্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি কিল্লা উদ্বোধন করেছেন।
[৪] চলতি বছরের ৩১ ডিসেম্বর এই প্রকল্প শেষ হওয়ার কথা। তবে করোনার কারণে কাজ কিছুদিন থেমে ছিলো। মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা জানান, মার্চ নাগাদ সবগুলো কিল্লার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।