জুলফিকার আমীন: [২] মুজিব বর্ষে মঠবাড়িয়ায় ৩টি মুজিবকেল্লা তৈরির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। মুজিবকেল্লা তৈরিতে শিঘ্রই মাটি পরীক্ষার জন্য মন্ত্রণালয়ের একটি দল মঠবাড়িয়ায় আসার কথা রয়েছে।
[৩] উপজেলা প্রকল্প বস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষে মঠবাড়িয়া উপজেলায় ৩টি মুজিবকেল্লা তৈরি করা হবে। ইতোমধ্যে কেল্লা তৈরির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো- উপজেলার দাউদখালী ইউনিয়নের নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। বেতমোর রাজপাড়া ইউনিয়নের মাঝের চর প্রথমিক বিদ্যালয় সংলগ্ন ও সাপলেজা ইউনিয়নের সুফি সাহেব হুজুর বাড়ি মাদ্রাসা সংলগ্ন।
[৪] উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মুজিবকেল্লা তৈরির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ নভেম্বর মাটি পরীক্ষার জন্য মন্ত্রণালয়ের একটি দল মঠবাড়িয়ায় আসবেন। মাটি পরীক্ষার পরে দরপত্র আহ্বান করা হবে।
[৫] তিনি আরও বলেন, মুজিবকেল্লা এক দর্শনীয় স্থান হবার পাশাপশি এখানে অনেক ঐতিহাসিক স্মৃতি স্থাপন করা হবে। এ সকল কেল্লাগুলোতে প্রাতিষ্ঠানিক কার্যক্রমও চলবে। পর্যায়ক্রমে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবকেল্লা তৈরি করা হবে।