কবির য়াহমদ
ক্রিকেট নিয়ে সাকিবের বউ বলার কে- এইতো বিষয়? আমরা বলতে পারলে সে কেন পারবে না? ফেসবুকে ‘আমি কী হনুরে’, আর অন্যের ক্ষেত্রে ‘কী তোর যোগ্যতা, বল’, এটা তো ঠিক নয়। হ্যাঁ, সাকিবের বউ ও আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সে ‘পাবলিক ফিগার’ আর আমরা ‘পাবলিক’। তার কথার মূল্য বেশি, আমাদেরটা কম। এইতো। কেন হচ্ছে এসব? উত্তর- বাংলাদেশের ক্রিকেটে বিসিবির নিয়ন্ত্রণ নেই। আইসিসির ইভেন্ট চলাকালে বিসিবি সভাপতি পাপন ধমকান ক্রিকেটারদের, ক্রিকেটাররা তার জবাবটাও দিচ্ছেন প্রকাশ্যে। কোড অব কন্ডাক্টের বালাই নেই। ক্রিকেট প্রশাসকদের অযোগ্যতা-বোর্ড দখলে রাখার ন্যক্কারজনক মানসিকতার প্রকাশ এটা। তাই বোর্ড আছে, নিয়ন্ত্রণ নেই।
জনাব বিসিবি সভাপতি, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে দয়া করে আপনি বিদায় নিন। আপনার বিদায় সংবাদে আমি আপনার নামে একটা ফলদ বৃক্ষ রোপণ করবো। ওই গাছ বড় হবে, পাখি বসবে, প্রজাপতি ওড়বে, ফল দেবে, মানুষজন খাবে, পশুপাখি খাবে, পূণ্যটুকু আপনার নামে জমা হবে। মানুষজন আপনার নামে অনেক কিছু বলে। আপনি ওসব পাত্তা দেন না জানি। তবে কেউ কেউ আপনার পূর্বপুরুষ ধরে টান দেয়। আপনার নাম উচ্চারণ দেখে আমি কষ্ট পাই না, তবে আপনার এক ধাপ আগের মানুষ দু’জন আমার খুব পছন্দের। Kabir Ahmad-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়–ন।