সম্প্রতি একটি সমাবেশে জামায়াতপন্থী আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই বক্তব্যে তাকে বলতে শোনা যায়, ‘জান্নাতে যেতে হলে জামাতে ইসলামীর সঙ্গে থাকতে হবে’। তবে ব্যারিস্টার শাহরিয়ার দাবি করেছেন, ভিডিওটি সঠিক নয়।
এদিকে ব্যারিস্টার শাহরিয়ারের এ বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফখরুলকন্যা লেখেন, “আমি খুবই নগণ্য মানুষ, চেষ্টা করি ইসলামকে বোঝার, আল্লাহ জানে। তবে জামায়াতে ইসলামীর এই নেতার এই কথা যদি ইসলামবিরোধী না হয়, তাহলে আমার আর কিছুই বলার নেই। ‘জান্নাতে যেতে হলে জামায়াতে ইসলামীর সঙ্গে থাকতে হবে’। আল্লাহ মাফ করুক।