স্পোর্টস ডেস্ক: [২] ফ্রান্সের ক্লাব পিএসজির মেসি ও নেইমারদের সতীর্থ আন্দের এরেরা এক যৌনকর্মীর হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে প্যারিসের পুলিশ। গত মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যার ঘটনা এটি। প্যারিসের পশ্চিমাঞ্চলের বলুগনে এলাকায় গাড়ি চালাচ্ছিলেন এরেরা। লাল ল্যাম্প পোস্টের নিচে এক যৌনকর্মী তার গাড়ি থামাতে বাধ্য করেন। এরপর অস্ত্র হাতে গাড়ির মধ্যে থাকা দৃশ্যমান মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেন।
[৪] এখানেই শেষ নয়। এরপর চেপে বসেন এরেরার গাড়িতে। নির্দিষ্ট একটি ঠিকানায় পৌঁছে দিতে বলেন ওই যৌনকর্মী। সেখানে পৌঁছে দিলে তার মোবাইল ফেরত দেওয়া হবে বলেও কথা দেন। পরে মুঠোফোন ফেরত পেলেও খোয়া গিয়েছে ২০০ ইউরো। মার্কা