স্পোর্টস ডেস্ক: [২]টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে ভারত। যা কিনা বিশ্বকাপের যে কোনও ফরমেটে দলটির বিপক্ষে ভারতের প্রথম পরাজয়।
[৩] এমনিতেই ভারত-পাকিস্তান মানে ২২ গজের লড়াইকে ছাড়িয়ে উত্তাপ ছড়ায় সীমান্তেও। পরাজয়ের স্বাদ পাওয়া সে ম্যাচে ভারতীয় পেসার মোহাম্মদ শামি উইকেট শূন্য থাকেন। তবে দলের অন্য বোলাররাও উইকেট পাননি।
[৪] সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্টে শামি বলেন, সবাই জানেন, আমি যেটুকু খেলেছি যা করেছি সবই আমার দেশের জন্য করেছি। আমাদের দেশ রক্ষা করার জন্য বর্ডারে যেমন সৈন্যরা জীবন দিতে দ্বিধাবোধ করে না ঠিক তেমনি পাকিস্তানের সাথে সমঝোতা করার চেয়ে মৃত্যু আমার কাছে অনেক সহজ ব্যাপার। তার এই ভিডিও বার্তা দেখতে না দেখতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সম্পাদনা: এল আর বাদল।