বিনোদন ডেস্ক: [২] সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ২০১২ সালে যাত্রা শুরু করে দীর্ঘ সময় ধরে বাল্যবিবাহ প্রতিরোধ, সঠিক পুষ্টি নিশ্চিতকরণ, শিক্ষায় ঝরে পড়া রোধ, মাদক মুক্ত সমাজ বিনির্মাণ সহ কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতার বিষয়ে কাজ করে চলেছে।
[৩] তারই ধারাবাহিকতায় দেশের প্রায় ২৫টি জেলায় সংগঠনের সদস্যরা নেটওয়ার্কের জন্মদিন পালন করে এবং ২৮ শে অক্টোবর ঢাকার গুলশান কার্যালয়ে দেশের বিভিন্ন জেলা লিডার পর্যায়ের শতাধিক কিশোর কিশোরী এই আয়োজনে অংশ নেয়।
[৪] উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ফারজানা ব্রাউনিয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিজি নামচন্দ্র দাস। শাহজিদা শাহরিন আনিকা, মনামী মেহনাজ, নওশিন শর্মিলী ও দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় উক্ত আয়োজনে কিশোর কিশোরীদের মাঝে নির্ভীক সম্মাননা প্রধান করা হয়।