শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি শিক্ষকের আলমারির তালা ভেঙে নথিপত্র চুরি

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষকের আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত নথিপত্র চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

[৩] বুধবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নঈম আকতার সিদ্দিকীর কক্ষের আলমারির তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

[৪] চুরি হওয়া কাগজপত্রের মধ্যে বিভিন্ন পরীক্ষার নম্বরপত্র, ব্যাংক অ্যাকাউন্ট চেক বই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিল ফরম এবং বিগত সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে।

[৫] জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর থেকে সহকারী অধ্যাপক নাঈম আকতারের কক্ষ সংস্কারের কথা থাকায় গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) সেমিস্টার পরীক্ষায় দায়িত্ব পালন শেষে তিনি বিভাগের পিয়ন আব্দুল মন্নান এর কাছে চাবি রেখে যান।

[৬] সকালে পিয়নের কাছ থেকে চাবি নিয়ে কক্ষের তালা খুলে তিনি তার আলমারির তালা ভাঙা এবং এর ভিতরের সব কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। সাথে সাথে বিভাগীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন এই শিক্ষক।

[৭] সহকারী অধ্যাপক নঈম আকতার বলেন, আমি বিভাগীয় সেমিস্টার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আলমারির মধ্যে আমার ব্যক্তিগত নথিপত্র, বিভাগের বিভিন্ন পরীক্ষার নম্বরপত্র, প্রশ্নসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখি।

[৮] তিনি বলেন, এর পূর্বেও বিভাগীয় কক্ষ থেকে আমার ব্যক্তিগত শিক্ষক নথি হারিয়ে যায়। রেজিস্ট্রার দপ্তরে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করি। পরপর এমন ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন।

[৯] পিয়ন আব্দুল মন্নান জানান, স্যার আমার কাছে গতকাল চাবি রেখে যান। আমি ক্যাম্পাস থেকে যাওয়ার পথে আমার ড্রয়ারে চাবি রেখে যাই। এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না।

[১০] এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, আমরা ইতিমধ্যে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। জরুরি ভিত্তিতে বিভাগীয় একাডেমিক মিটিং ডেকেছি।

[১১] বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, এ বিষয়ে আমি এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। আমাদেরকে জানালে বিষয়টি তদন্ত করে দেখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়