শিরোনাম
◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিপুরে ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়ম

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে ডিলার নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

[৩] অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ডিলার নজরুল ইসলাম মন্ডল ৩০ কেজি চালের মূল্যে ৩ শত টাকার পরিবর্তে ৪ শত টাকা নিচ্ছে। এ নিয়ে হতদরিদ্র সুবিধাভোগীদের মধ্যে থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে।

[৪] মঙ্গলবার (২৬ অক্টোবর) ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া বাজারে গিয়ে দেখা যায়, খাদ্য অধিদপ্তর হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির একটি সাইনবোর্ড একটি দোকানের সামনে ফেলে রাখা হয়েছে। পাশেই কয়েকজন হতদরিদ্র মানুষ চেঁচামেচি করছেন। কারণ জানতে চাইলে তাঁদের একজন বলেন,‌‌‌‌‌ ‘ডিলার নজরুল ইসলাম ৩শ টাকার পরিবর্তে ৪শ টাকা জোর করে নিচ্ছে।

[৫] বেশি টাকা নেওয়ার ব‍্যপারে ডিলার নজরুল ইসলাম মন্ডল বলেন পুরাতন কার্ডের পরিবর্তে নতুন কার্ড দিচ্ছি এ জন্যই অনেকের নিকট ২০/৩০ টাকা নিয়েছিলাম এখন আবার ভূক্তভোগীদের টাকাসহ কার্ড ফেরত দিচ্ছি। ভূক্তভোগীরা নিজেরাই উপজেলা থেকে নতুন কার্ড নিয়ে আসবেন।

[৬] এ ব্যাপারে উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা নিখিল চন্দ্রের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়