আফসান চৌধুরী, ইন্ডিয়া-পাকিস্তানের জন্য ক্রিকেট হচ্ছে কাশ্মীর সমস্যার মতো বড় কিছু। এটা তাদের দুই দেশের মধ্যে যুদ্ধ , তবে খেলার মাঠে, পত্রিকার কমেন্টস পড়লে বোঝা যায় মোদী কত গালি খাচ্ছে । তার বিপক্ষে যারা, তারা বলছে , কোনো প্রধান মন্ত্রীরকালে পাকিস্তানের কাছে ইন্ডিয়া হারেনি। অর্থাৎ পলিটিক্স, এটার সাথে আমাদের হার জিতের তুলনা হয়না।
আমরা হাইল্লা পার্টি , আসমানী শট মারি , ক্যাচ মিস করি আবার ভালো খেলি বিশেষ করে মিরপুরে। আমাদের আনন্দ-দুঃখে রাজনীতি নেই -প্রায়- তাই ভালো আছি।