শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে সর্তা খাল ও হালদা নদীতে হচ্ছে চারটি সেতু- উপকৃত হবে তিন উপজেলা বাসিন্দারা

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের হালদা নদী ও সর্তা খালে চারটি সেতু নির্মাণের প্রকল্প চুড়ান্ত পর্যায়ে। সম্প্রতি চারটি সেতু নির্মাণ কাজের প্রক্রিয়া যাছাই করার জন্য পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয় দীর্ঘ সেতু বিভাগের প্রকল্প পরিচালক এম এবাদত আলী।

[৩] এই সেতু গুলা নির্মাণ করা হলে এলাকার মানুষের চলাচলের পথ সুগম হবে। চারটি সেতুর মধ্যে হালদা নদীতে তিনটি ও সর্তা খালে একটি। সর্তা খালের উপর যে সেতুটি হবে উপজেলার হলদিয়া ইউনিয়নের শেষ সীমানায় হচ্চার ঘাট এলাকায়। এ সেতুটি হলে রাউজান-ফটিকছড়ি দু"উপজেলার মানুষের চলাচলের পথ সুগম হবে।

[৪] হলদিয়া হচ্চার ঘাটের সীমানায় সর্তা খাল, ও খালের অপর পাড়ে ফটিকছড়ি খিরাম। দুপাড়ে হাজারো মানুষ ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষকরা সর্তা খালের পানিতে নেমে প্রতিদিন চরম দূর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করে। পাশাপাশি কৃষকেরা সর্তা খালে জেগে উঠা চরে বিভিন্ন জাতের সবজি উৎপাদন করে উৎপাদিত সবজি খাল পাড়ি দিয়ে বিভিন্ন হাট বাজারে নিয়ে যায় কৃষকরা। বর্ষায় এই খাল পার হওয়া কঠিন হয়ে পড়ে চলাচলকারীদের। বর্ষা মৌসুমে মানুষ হচ্চারঘাট এলাকায় নৌকা দিয়ে খাল পার হন। প্রবল বর্ষা হলেও অসুস্থ রোগীদের নৌকা পারপার করা যায় না।

[৫] রাউজান হাটহাজারী উপজেলার সিপার ঘাট - গড়দুয়ারা, নোয়াজিষপুর-লাঙ্গলমোড়া, রাউজান কচুখাইন -নগরীর মোহরা এলাকায় হালদা নদীতে তিনটি সেতু নির্মাণ হবে। এসব সেতু নির্মাণ হলে রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও নগরীর মোহরা এলাকার হাজার হাজার মানুষের যোগাযোগের ব্যবস্থা সুবিধা হবে।

[৬] রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় হচ্ছার ঘাট এলাকায় ১শত ১০ মিটার, ৩শত ৬০ ফুট দৈর্ঘ ২৪ফুট প্রশস্ত সর্তার খালের উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৬৫ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মান করার প্রকল্প নেয়া হয়। হালদা নদীর উপর ৩শত ৯৫ পুট দৈর্ঘ ২৪ ফুট প্রশস্থ সেতু নির্মান করার প্রকল্প নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়