শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে পুলিশের হাতে চারজন পতিতা ব্যবসায়ী আটক

এন এ মুরাদ: [২] কুমিল্লার মুরাদনগর উপজেলার নিমাইকান্দি একটি দু’তলা বাড়ির ফ্লাট বাসা থেকে পতিতা ব্যবসায়ী বিল্লালসহ চারজনকে আটক করেছেন মুরাদনগর থানা পুলিশ। শনিবার সন্ধায় তাদের গ্রেপ্তার করে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৩] পতিতা ব্যবসায়ী বিল্লাল হোসেন উপজেলা সদরের দক্ষিণ পাড়ার ফরিদ মিয়ার ছেলে। সে পেশায় একজন কাঠ মিস্ত্রিরী ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের অনুসারী, সোস্যাল মিডিয়ায় স্বেচ্ছাসেবকলীগের একাধিক নেতার সাথে বিল্লালের বিভিন্ন মূহর্তের ছবি পাওয়া যায়।

[৪] সূত্রে জানা যায়, পতিতা ব্যবসায়ী বিল্লাল দীর্ঘদিন লিজা নামে আরেক পতিতা ব্যবসায়ীর সাথে মিলে ব্যবসা করে আসছিল। তাদের মধ্যে ভাগ নিয়ে বনাবন্তি না হওয়ায় বিল্লাল উপজেলার জাহাপুর গ্রামের পতিতা রাবেয়া আক্তারকে বেছে নেয়। দুজনে মিলে উপজেলার আবাসিক এলাকা নগরপাড়, মুরাদনগর, নিমাই কান্দিসহ বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে এই ব্যবসা শুরু করেন।

[৫] নিমাই কান্দি বাসা ভাড়া নেওয়ার সময় রাবেয়া আক্তার (২০) কে স্ত্রী পরিচয় দিয়ে বাসায় উঠে। তারপর থেকে ওই বাসায় বিভিন্ন রঙের লোক আসা যাওয়া করতে থাকে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে শনিবার বিকেলে তারা পুলিশকে জানায়।

[৬] পরে পুলিশের এসআই বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়ির দু’তলার ফ্লাটে অভিযান চালিয়ে ব্যবসার মূলহোতা বিল্লাল ও রায়েবাসহ মোট চারজনকে আটক করেন। অপর দুইজনের মধ্যে খদ্দর ওয়াসিম সে তিতাস উপজেলার আফজাল কান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে ও পতিতা ব্যবসায়ী জুলেখা সে দেবিদ্বার থানা মরিচা গ্রামের গ্রামের মজিবুর রহমান ভুইয়ার স্ত্রী।

[৭] কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর বলেন, বিল্লাল স্বেচ্ছাসেবকলীগের কেউ না। আমি যেহেতু জনপ্রিয় নেতা সেহেতু অনেক লোক আমার সাথে ছবি তুলতে পারে। আমি কেউকে আশ্রয় কিংবা প্রশ্রয় দেইনা।

[৮] মুরাদনগর থানার ভারপ্রাপ্ত ওসি মো. সাদেকুর রহমান বলেন, শনিবার বিকালে উপজেলার নিমাইকান্দি এলাকা থেকে বিল্লালসহ চারজনকে আটক করা হয়েছে। তারা পতিতা ব্যবসার সাথে জরিত থাকার সত্যতা স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়