রাহুল রাজ : [২] ৫২ বলে ৬২ রানে দূদান্ত একটি ইনিংস খেলে ফারদান্দোর বলে আউট হয়েছেন। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানের জুটি গড়েন লিটন ও নাঈাম। লিটন ১৬ ও সাবিক ১০ রান ফিরলেও রানের দেখা পেয়েছেন রহিম। ২৫ বলে ৩৮ রানে অপরাজিত আছেন রহিম। তাকে সঙ্গ দিচ্ছেন আফিফ।
[৩] ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৫। রহিম ৪২ ও আফিফ ১ রানে অপরাজিত আছেন।