রাকিবুল আবির: [২] তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বেশ কয়েকদিন ধরেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যদি চীন তাইওয়ান আক্রমণ করে, তবে তাইওয়ানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তা প্রদানে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এতথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স
[৩] সিএনএন টাউন হলে এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমরা তাইওয়ানের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, কানাডা ও ইউরোপের ন্যাটো মিত্রদের নিরাপত্তার জন্য যেমন একটি প্রতিশ্রুতি রয়েছে যুক্তরাষ্ট্রের, ঠিক তেমনি জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের সঙ্গেও রয়েছে। ফ্রান্স ২৪
[৪] হোয়াইট হাউস কর্তৃপক্ষ পরবর্তীতে সাংবাদিকদের জানায়, তাইওয়ানের ব্যাপারে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি।