শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০১:২৯ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনকালীন সরকারের দাবি আদায়ে সাহসী ও লড়াকু সৈনিক খুঁজছে বিএনপি

শিমুল মাহমুদ: [২] বিএনপির ৮১ টি সাংগঠনিক জেলার মধ্যে আহবায়ক কমিটি হয়েছে ৩৯ জেলায়। পূর্ণাঙ্গ কমিটি ৩১ জেলায়, আংশিক কমিটি ১০ জেলায়, কমিটি নেই ফরিদপুর জেলায়। বেশিরভাগ আহবায়কসহ বাদ বাকি কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। আর উপজেলা পৌর, থানার সাংগঠনিক কাজ চলছে এক থেকে দেড় যুগের পুরনো কমিটি দিয়ে।

[৩] দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, নেতা সময় দিয়েছেন ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত। আমরা আশা করছি ১৫ ডিসেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন্ন হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিটি স্তরে দলকে শক্তিশালী করতে মাঠে থাকবে বিএনপি।

[৪] আরেক সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, সবচেয়ে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীকে আমরা নেতৃত্বের আসনে আনার চেষ্টা করবো। এ বিষয়ে আমারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

[৫] ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, পূর্ণগঠন হওয়ার পর দলীয় রাজনীতিতে একটা গতিশীলতা আসবে। সেই সঙ্গে আন্দোলন সংগ্রামে শক্তিশালী ভুমিকা রাখতে পারবে এবং দল নির্বাচনে গেলে সেখানেও ভালো ভুমিকা রাখতে পারবে।
এরআগে গত (১২ অক্টোবর) রাতে দলের সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশনা দেন। ৩০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলায় সম্মেলন করে কমিটি গঠনের নির্দেশনাও দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়