শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে ৩০০ একর জমিতে বিষমুক্ত সবজি চাষ, যাচ্ছে লন্ডন ও আমেরিকায়

ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীতে ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার ছাড়াই চাষাবাদ হচ্ছে সবজি। যা দেশের গন্ডি পেরিয়ে লন্ডন ও আমেরিকায় যাচ্ছে।

[৩] রপ্তানিযোগ্য এসব সবজির মধ্যে রয়েছে করল্লা, লাউ, দেশী মরিচ, ঢেরশসহ বিভিন্ন ধরনের ফসল।

[৪] রাজবাড়ী কৃষি সম্প্রসারণের আয়োজনে বাংলাদেশ গ্লোবপ্যাক ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চুক্তিবন্ধ রাজবাড়ীর চাষী ও পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা ও অনুষ্ঠানিকভাবে শুভ উদ্ধোধন করা হয়েছে।

[৫] বুধবার (২০ আক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের পূর্ব মুলঘর এলাকার পরিদর্শনের জন্য সরেজমিনে জমিনে সবজিগুলো নিজ হাতে তুলেন এবং ঘুরে দেখেন।

[৬] জমির সালিক আব্দুল মজিদ, রেজাউল, লুৎফরসহ ৩জন চাষীরা প্রায় ৩’শ একর জমিতে বিষমুক্ত বিভিন্ন জাতের সবজি চাষে উদ্বুদ্ধ করে। রাজবাড়ীর কৃষি সম্প্রারণের সহযোগিতায় পাইলট প্লট পদ্ধতিতে কীটনাশক মুক্ত জমিতে সবজি উৎপাদন করছে। উৎপাদনকারী সবজিগুলো প্রথমে জমিতে থেকে তুলে সেগুলো ঢাকায় নিয়ে যায়। তারপর প্রসেস করে প্যাকেটের মাধ্যমে বিদেশের জন্য প্রস্তুত করে লন্ডন, আমেরিকা ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে পাঠানো হয়। রাজবাড়ীতে এই প্রথম বিশ মুক্ত সবজি চাষ করে বেশ স্বাবলম্বী হচ্ছেন কৃষক তাদের মুখে হাসি।

[৭] অপরদিকে, রাজবাড়ীর সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ ইমদাদুল শেখ জানান, আমি জেলা কৃষি কর্মকর্তার পরামর্শে ১১০শতাংশ জমিতে বিষমুক্ত সবজি আবাদ করার চেষ্টা করি। কৃষি অফিসের সহযোগিতায় জমিতে লাউ চাষ শুরু করি। আমার জমিতে এখন প্রতিটি নালিতে প্রায় শত শত লাউ ধরেছে। যা এখন বিক্রির উপযোগি হয়েছে। তবে দ্রুতই বিষমুক্ত লাউ বিদেশে রপ্তানী হবে। ৪৫ দিনের মধ্যে প্রতিটি লাউ ৫ থেকে ৬কেজি ওজন হবে। লাউ বিক্রি হলে আমরা একটু হলেও আমাদের মুখে হাসি ফুটবে।

[৮] লাউ ক্ষেতের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলিন- ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ আসাদুল্লাহ। বিশেষ অতিথি ফরিদপুর অঞ্চলের কৃষিসম্প্রসারণের অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনোজিত কুমার মল্লিক, গ্লোবপ্যাক ফুড এন্ড বেভারেজ লিঃ চেয়ারম্যান শাহ মোঃ আমিনুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এসএম সহীদ-নূর- আকবর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন শেখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফজ্জেল হোসেনসহ প্রমূখ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়