বিভুরঞ্জন সরকার:: আজ ২১ অক্টোবর মানযারে হাসীন মুরাদের জন্মদিন। মুরাদ আমাদের বন্ধু। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো থেকে শুরু করে পরেও আমরা একমত হয়ে একপথে চলার চেষ্টা করেছি।
মুরাদ মূলত সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের নেতৃত্ব দিয়েছেন। পরে চলচ্চিত্রের প্রতি আগ্রহী হয়েছেন। বিদেশে চলচ্চিত্রের ওপর উচ্চ শিক্ষা নিয়েছেন। বেশ কয়েকটি ভালো প্রামাণ্য চলচ্চিত্রের নির্মাতা।
মুরাদ কথা কম বললেও অনেক বোদ্ধা মানুষ। ক্ষমতা থাকা সত্ত্বেও মুরাদ কেন আরও বেশি কাজ করলেন না, এ প্রশ্ন তাকে কখনো করা হয়নি।
সুস্থ থেকে সৃষ্টিশীল কাজে নিজেকে উজাড় দাও - জন্মদিনে এটাই প্রত্যাশা