[১] ব্রাহ্মণবাড়িয়ায় শত্রুতার জেরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু
তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ায় শক্রুতার জের ধরে ছুরিকাঘাতে আকাশ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় নিহত তরুণ সুলতানপুর ইউপির সুলতানপুর গ্রামের শেখ হুমায়ূনের ছেলে।
[৩] নিহত পরিবার ও স্হানীয়রা জানান, আকাশের সঙ্গে তার পার্শ্ববর্তী এলাকার রিফাতের পূর্ব থেকে শত্রুতা ছিল। এরই জের সন্ধ্যায় মধ্যপাড়ায় রিফাত তার বাড়ির পাশে আকাশকে ছুরিকাঘাত করেন। উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
[৪] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, নিহত আকাশের শরীরে চার/পাঁচটি ছুরির আঘাত রয়েছে, লাশ মর্গে রাখা আছে।তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে ।