শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৯:৪৫ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পীরগঞ্জে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় আরো ১১ জন গ্রেপ্তার

মিনহাজুল আবেদীন: [২] রংপুরের পীরগঞ্জে হিন্দু পাড়ায় হামলার আগে জনতাকে উত্তেজিত করার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুজনের বিরুদ্ধে নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় ৫৩ জনকে গ্রেপ্তার করা হলো। ডিবিসি টিভি

[৩] ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দুজন হলেন মাঝিপাড়া বড়করিমপুর এলাকার পাশের বড় মজিদপুর গ্রামের উজ্জ্বল হাসান (২১)। পড়ালেখার পাশাপাশি তিনি বেঙ্গল দরজি প্রশিক্ষণ নামের একটি প্রতিষ্ঠানের হয়ে সেলাই প্রশিক্ষণ দেন। অন্যজন পীরগঞ্জ সদর ইউনিয়নের কিশোরগাড়ি গ্রামের আল আমিন (২২)। প্রথম আলো

[৪] এ সম্পর্কে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ওই দুজনকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আজ বুধবার আরও একটি নতুন মামলা হয়েছে। নতুন এই মামলার বাদী হলেন থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন। একই সঙ্গে তাঁরা হিন্দু বাড়িঘরে হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগের পৃথক মামলারও আসামি।

[৫] ওসি আরও বলেন, ঘটনার ৪০ দিন আগে ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করা নিয়ে উজ্জ্বল হাসানের সঙ্গে মাঝিপাড়া এলাকার পরিতোষ সরকারের ফেসবুকে তর্কবিতর্ক হয়। পরিতোষকে শায়েস্তা করার জন্য তার দেওয়া আপত্তিকর পোস্ট স্ক্রিনশট নিয়ে বিভিন্নজনের কাছে পাঠান উজ্জ্বল হাসান। এতে লোকজন সংগঠিত হতে থাকে। উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সহিংস ঘটনার সৃষ্টি হয়। জাগোনিউজ

[৬] ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার রাতে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা তিনটি মামলায় ৫৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

[৭] পীরগঞ্জ থানা-পুলিশ জানায়, তিনটি মামলার মধ্যে দুটি মামলার বাদী হলেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। নতুন ১১ জন গ্রেপ্তারসহ এ মামলায় আসামি হলো ৫২ জন। ঢাকা পোস্ট

[৮] অন্য দুটি মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। এ দুটি মামলার মধ্যে একটি মামলার আসামি ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযুক্ত পরিতোষ সরকার (১৯)। অন্যটিও হলো ডিজিটাল নিরাপত্তা আইনে। ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে মানুষজনকে উত্তেজিত করার অভিযুক্ত দুজন আসামি হলেন উজ্জ্বল হাসান ও আল আমিন।

 

 

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়