শিরোনাম
◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত করতে চলছে “ভোটের আগেই ভোট”

নিউজ ডেস্ক: [২] বাঞ্ছারামপুরের উপজেলার পাহাড়ীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে এ আয়োজন করা হয়েছে। ভোটগ্রহণের জন্য অন্য ইউনিয়ন থেকে প্রিজাইডিং অফিসার আনা হয়েছে। আছে প্রার্থীদের এজেন্ট। স্বচ্ছ বাক্সে ব্যালেটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রার্থীদের ছবিযুক্ত তালিকাও করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের ভোটারদেরও ছবিযুক্ত তালিকা করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব-পুলিশ মোতায়েনও করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

[৪] লাইনে দাঁড়িয়ে ভোটারগণ আগামী দিনে কে হবেন নৌকার চেয়ারম্যান তা বাছাই করছেন। আজ (বুধবার) সকাল সাড়ে ১০টায় এ ব্যতিক্রম ভোটের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

[৫] প্রার্থী বাছাইয়ের জন্য তিন দিনব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে। ভোটের আগেই ভোট এই প্রক্রিয়ার মাধ্যমে তিনজন প্রার্থীর নাম পাঠানো হবে কেন্দ্রে। তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন ও গণতান্ত্রিক চর্চা পৌছে দিতেই এ আয়োজন। আজ পাহাড়ীকান্দি, বাঞ্ছারামপুর সদর ও দরিকান্দি এ তিনটি ইউনিয়েনর প্রার্থী চুড়ান্ত করা হবে।

[৬] উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নে নতুন মডেল সৃষ্টি করতেই স্থানীয় এমপি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম সাহেব ব্যক্তিক্রম এ পদ্ধতি বেছে নিয়েছেন।

[৭] উদ্বোধনী ভাষণে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, তৃণমূলে গণতন্ত্র সুসংগঠিত করতে এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।

[৮] শুধু ইউনিয়ন পরিষদই নয়, পর্যায়ক্রমে সব নির্বাচনে এমন পদ্ধতি প্রয়োগ করা হবে। তৃণমূল নেতাকর্মীই আওয়ামী লীগের প্রাণ। কাজেই নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়