শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত করতে চলছে “ভোটের আগেই ভোট”

নিউজ ডেস্ক: [২] বাঞ্ছারামপুরের উপজেলার পাহাড়ীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে এ আয়োজন করা হয়েছে। ভোটগ্রহণের জন্য অন্য ইউনিয়ন থেকে প্রিজাইডিং অফিসার আনা হয়েছে। আছে প্রার্থীদের এজেন্ট। স্বচ্ছ বাক্সে ব্যালেটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রার্থীদের ছবিযুক্ত তালিকাও করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের ভোটারদেরও ছবিযুক্ত তালিকা করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব-পুলিশ মোতায়েনও করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

[৪] লাইনে দাঁড়িয়ে ভোটারগণ আগামী দিনে কে হবেন নৌকার চেয়ারম্যান তা বাছাই করছেন। আজ (বুধবার) সকাল সাড়ে ১০টায় এ ব্যতিক্রম ভোটের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

[৫] প্রার্থী বাছাইয়ের জন্য তিন দিনব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে। ভোটের আগেই ভোট এই প্রক্রিয়ার মাধ্যমে তিনজন প্রার্থীর নাম পাঠানো হবে কেন্দ্রে। তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন ও গণতান্ত্রিক চর্চা পৌছে দিতেই এ আয়োজন। আজ পাহাড়ীকান্দি, বাঞ্ছারামপুর সদর ও দরিকান্দি এ তিনটি ইউনিয়েনর প্রার্থী চুড়ান্ত করা হবে।

[৬] উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নে নতুন মডেল সৃষ্টি করতেই স্থানীয় এমপি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম সাহেব ব্যক্তিক্রম এ পদ্ধতি বেছে নিয়েছেন।

[৭] উদ্বোধনী ভাষণে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, তৃণমূলে গণতন্ত্র সুসংগঠিত করতে এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।

[৮] শুধু ইউনিয়ন পরিষদই নয়, পর্যায়ক্রমে সব নির্বাচনে এমন পদ্ধতি প্রয়োগ করা হবে। তৃণমূল নেতাকর্মীই আওয়ামী লীগের প্রাণ। কাজেই নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়