শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশকে অকার্যকর করতে সাম্প্রদায়িক নৈরাজ্য : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

হাসিব খান : [২] আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশ ও বিশ্ববাসী দেখেছে, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিশেষ এক শ্রেণি কাজ করছে। যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধীতাকারী সেই অপশক্তিরাই দেশকে তাদের সাধের পাকিস্তানের মতো একটা অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।

[৩] মঙ্গলবার(১৯অক্টোবর) বিকেলে গাজীপুরের সার্কিট হাউস প্রাঙ্গণে প্রস্তাবিত একটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে চলমান সাম্প্রদায়িক নৈরাজ্য ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

[৪] এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাজীপুর কালেক্টরেট হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

[৫] ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্কুল প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে সার্কিট হাউজ প্রঙ্গনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের গাজীপুর কালেক্টরেট হাই স্কুল প্রতিষ্ঠাকে সাধুবাদ জানাই। আমরা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখি, প্রত্যাশা করি। কিন্তু সে অনুযায়ী গাজীপুরের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো আশানুরূপ সাফল্য অর্জন করতে পারছে না। আমাদের ঢাকা, উত্তরার দিকে নির্ভর করতে হয়। আমি আশা করি এই স্কুল সেই ধরণের মান বজায় রাখবে।

[৬] অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হোসেন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খানসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়