শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাই অঞ্চলে পরিবেশ দূষণের মাত্রা উদ্বেগজনক

আদনান হোসেন: [২] ধামরাই অঞ্চলে পরিবেশ দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সারাদেশ প্রতি বছর যতো মানুষের মৃত্যু হয় তার ২৮ শতাংশই মারা যায় পরিবেশ দূষণ জনিত অসুখ বিসুখের কারণে। পরিবেশের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্চিত পরিবর্তন জীবের জীবনধারণকে ক্ষতিগ্রস্ত করে তাকেই দূষণ বলে।

[৩] কলকারখানার রাসায়নিক বর্জ্য নদীর পানিকে দূষিত করছে, প্লাস্টিকের অপচনশীল বর্জ্য পদার্থ কৃষি জমির উর্বরতা শক্তি কমিয়ে দিচ্ছে।একইসঙ্গে বিভিন্ন এলাকার গাছ কেটে পরিবেশ। এর বিপর্যয় ঘটানো হচ্ছে। সরকারের পরিবেশ অধিদপ্তর বা স্হানীয় প্রশাসন পরিবেশ রক্ষায় কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ সব বর্জ্যে নদী ও খাল ইতোমধ্যে ভরাট হয়ে স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

[৪] পরিবেশ দূষণের বেশ কয়েকটি ভাগ রয়েছে। যেমন বায়ু দূষণ,পানি দূষণ, খাদ্য দূষণ ইত্যাদি। এই ব্যাপারে 'আমাদের নতুন সময়' এর প্রতিবেদক ডাওটিয়া,শ্রীরামপুর,ও বাতুলি এলাকা থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে।বিভিন্নভাবে দেখতে পাওয়া যায় পরিবেশের ওপর নির্ভর করে মানুষ, অন্যান্য উদ্ভিদ ও প্রাণী-জীবনের বিকাশ ঘটে। তাই পরিবেশ ও মানুষের মধ্যে রয়েছে এক নিবিড় যোগসূত্র।কৃষি জমির শ্রেণী পরিবর্তন,গাছকাটা,নদী দূষণ সহ নানা কারণে পরিবেশ দূষণ সমস্যা প্রকটহওয়ায় মানবসভ্যতা আজচরম হুমকির সম্মুখীন।

১)বায়ুদূষণে চোখ,শ্বাসতন্ত্রের ক্ষতি দীর্ঘদিন বায়ু দূষণের মধ্যে থাকলে ফুসফুসের ক্যান্সারএবং হৃদরোগের দেখাদিতে পারে।
২)পানি দূষণের প্রভাব অনেক দীর্ঘস্থায়ী,শিল্পকারখানার বজ্য মিশ্রিতপানি ব্যবহারে চর্মরোগ,টাইফয়েড,জন্ডিস,হেপাটাইটিস এর মতো রোগ হতে পারে।
৩)খাদ্যচক্রের মাধ্যমে ক্ষতি।দূষিত বর্জ্য পরিবেশের বিভিন্ন ভাবে নদীরপানি ওপ্রাণীদেহের মাধ্যমে মিশ্রিতহয়েপুন রায় মানবদেহে প্রবেশ এরমাধ্যমে মারাত্মক ক্ষতি হতে পারে।
৪)খাদ্য দূষণে কার্যকারিতা হারাচ্ছে অঙ্গপ্রত্যঙ্গ,খাদ্য দূষণের ফলে অন্ত্রের নানারোগ,লিভার,কিডনিবা পাকস্থলী কার্যকারি -তা হারাচ্ছে।গ্যাস্ট্রিক আলসারসহ নানা সমস্যার তৈরি হচ্ছে।

[৫] যদি আন্তরিকতার সহিত কার্যকরি পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তাহলে বায়ুমণ্ডল ক্রমশই উত্তপ্ত হতে থাকবে। বিপন্ন হতে থাকবে প্রাণীকূলের অস্তিত্ব। এখনো পর্যন্ত যেসব প্রাণী টিকে আছে, তারাও বিলুপ্তপ্রায় প্রাণীদের মতো বিপন্ন হতে হতে একসময় বিলুপ্তির দিকে ধাবিত হবে। সৌরজগতের একমাত্র প্রাণের আঁধার এ পৃথিবী নির্জীব প্রাণহীন গ্রহে পরিনত হবে। মানবিক বোধ জাগ্রত হোক সবার, শীতল হোক ধরণী পূর্ণ প্রাণে বিকশিত হোক এ পৃথিবীর প্রাণী, পরিবেশ, মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়