শিরোনাম
◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা ‌

মোস্তাফিজুর রহমান: [২]  রাজধানীর ডেমরায় সানারপাড় একটি ভাড়া বাসায় মোসাম্মৎ লিমা আক্তার(২৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৯ অক্টোবর)দিবাগত রাত সাড়ে বারোটায় সানারপাড়ের কামাল সাহেবের ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

[৩] মৃতার স্বামী সোহেল হোসেন জানান রাত সাড়ে বারোটার দিকে সে কার সঙ্গে ফোনে কথা বলছিল আমি ঘুম থেকে উঠে বাথরুমে যাই পরে ফিরে এসে দেখি দরজা বন্ধ তার কোন সাড়া শব্দ পাচ্ছি না।পরে আশেপাশের লোকজনকে ডেকে দরজা ভেঙ্গে দেখি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] অপরদিকে মৃতার মামা নূরনবী অভিযোগ করে বলেন সাত বছর পূর্বে ফারুক হোসেনের সঙ্গে লিমার বিবাহ হয় পরে ফারুককে আমরা নিজ খরচে কুয়েত পাঠাই তার বিয়ের তিন বছর পর সোহেল হোসেন তার ভাগ্নির লিমা কে ফুসলিয়ে সম্পর্ক করে ভাগিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকেই ভাগনির সঙ্গে ঝগড়াঝাঁটি লেগেই থাকত এবং সোহেলের জন্য বাড়ি থেকে কিছু টাকা ও লিমা এনে দিয়ে গুলিস্তানে গেঞ্জির দোকান ব্যবসায় সহযোগিতা করেছে। লিমার স্বামী সোহেলের অত্যাচার সইতে না পেরে লিমা আত্মহত্যা করেছে।

[৫] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়