রাহুল রাজ : [২] স্কটল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ দলের সুপার-১২ স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে। তবে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারালে এখনও পরের পর্বে যেতে পারে বাংলাদেশ। কিন্তু গ্রুপ রানার্সআপ হিসেবে যদি সুপার-১২ এ ওঠে, তবুও বাংলাদেশকে গ্রুপ ১ এ নয়, গ্রুপ ২ তেই ভারত-পাকিস্তানের সঙ্গে পড়তে হবে।
[৩]কিন্তু বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার আপ যে হিসেবেই উঠুক, বাংলাদেশের স্থান হবে বি১। যার মানে বাংলাদেশ ভারত, পাকিস্তানের গ্রুপ২তেই পড়বে। একইভাবে শ্রীলংকাও প্রথম রাউন্ড পার করে আসলে তারাও এ১ হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের গ্রুপ১ এ পড়বে।- সম্পাদনা : এল আর বাদল।