মাজহারুল ইসলাম: [২] রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোয়ালন্দ এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। ঢাকা পোস্ট
[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয়,পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এই কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্য পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধের ১১ জেলেকে আটক করে মোবাইল কোর্ট বসিয়ে তাদের ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
[৪] জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জনস্বার্থে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।