মাকসুদ রহমান: [২] অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, তাদের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মাদক চোরাচালান আটকের ঘটনা। অস্ট্রেলিয়ার স্থানীয় মুদ্রায় এর মূল্য ১৪ কোটি অস্ট্রেলিয়ান ডলার। বিবিসি
[৩] অস্ট্রেলিয়ার মেলবোর্ন পোর্ট থেকে চোরাচালান সম্পন্ন করার পরিকল্পনা করা হয় গত ২৯ সেপ্টেম্বর। পুলিশের জব্দ করা হেরোইনের পরিমাণ ছিলো ৪৫০ কেজি। ১ হাজার ২৯০টি প্যাকেটে অভিনব কায়দায় লাল রংয়ের মোড়কে প্যাকিং করা হয়েছিলো এসব হেরোইন।
[৪] পুলিশ জানায়, এ ঘটনায় এক জন মালোয়েশিয়ান নাগরিককে আটক করা হয়। তার সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে। এই ঘটনার পর ভিক্টোরিয়া পুলিশ সন্দেহভাজন অনেকগুলো স্থানে অভিযান পরিচালনা করে। সিরামিক টাইলসের কন্টেইনারে হেরোইনের প্যাকেটগুলো বহন করা জাহাজ মালোয়েশিয়া থেকে মেলবোর্নের বাণিজ্যিক এলাকার উদ্দেশ্যে যাত্রা করে। সম্পাদনা:সাকিবুল আলম