শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি শেয়ার করায় আটক এক

আবুল বাশার: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় শনিবার (১৬ অক্টোবর) রাতে এক জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

[৩] আটককৃত ওই ব্যাক্তি উপজেলার জামিরদিয়া নয়ানীপাড়া এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে পারভেজ মিয়া। ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১), ২৯(১), ৩১(২) ধারায় মামলা করেন। পরে তাকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারভেজ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদের’র ব্যঙ্গ ছবি এবং অশালীন ক্যাপশনসহ শেয়ার করে। যা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নজরে আসলে তোলপাড় সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শনিবার রাতে পুলিশ গিয়ে পারভেজ মিয়াকে আটক করে।

[৫] ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, পারভেজ মিয়ার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় ডিজিটালনিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। ওই মামালায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

[৬] ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, পারভেজ মিয়ার ফেইসবুক আইডিতে মানবতার মা প্রধানমন্ত্রীর ছবির ব্যাঙ্গচিত্র আমার নজরে আসলে আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ববোধ থেকে ভালুকা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করি এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়