স্পোর্টস ডেস্ক: [২] এক বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই আসরে কোন দলগুলো খেলবে, তা বেছে নিতে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নতুন পদ্ধতির আশ্রয় নিয়েছে আইসিসি। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পাওয়া ১২টি দেশের প্রতিটি খেলবে আগামী বিশ্বকাপে।
[৩] ডেইলি স্টার জানায়, শনিবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ওই ১২টি দলের মধ্যে আটটি অস্ট্রেলিয়ায় সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে। বাকি চারটি দলকে খেলতে হবে প্রথম রাউন্ডে। কীভাবে তাদেরকে নির্ধারণ করা হবে সেটাও জানিয়েছে আইসিসি।
[৪] এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার টিকিট। বাকি ছয়টি দলকে নির্ধারণ করা হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আগামী ১৫ নভেম্বর প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এবারের সুপার টুয়েলভে থাকা দলগুলোর শীর্ষ ছয়টি সঙ্গী হবে দুই ফাইনালিস্টের।
[৫] এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। বাছাইপর্বের বাধা পেরিয়ে সুপার টুয়েলভে উঠতে পারলে আগামী বছর অস্ট্রেলিয়া আসরে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের। আইসিসি ওয়েবসাইট